যেভাবে আরেকটু ভালো ইউএক্স ডিজাইন কেইস স্টাডি লিখবেন

একটি ভালো টাইটেলই পারে রিক্রুটারের আগ্রহ তৈরি করতে!

ডিজাইন

১১ জানু, ২০২৫

Writing better UX Design Case Study | যেভাবে আরেকটু ভালো ইউএক্স ডিজাইন কেইস স্টাডি লিখবেন
Writing better UX Design Case Study | যেভাবে আরেকটু ভালো ইউএক্স ডিজাইন কেইস স্টাডি লিখবেন

আপনার পোর্টফোলিওর প্রতিটি কেস স্টাডি যতই ভালো হোক না কেন, যদি টাইটেল আকর্ষণীয় না হয়, তাহলে রিক্রুটার হয়তো সেটি দেখবেই না! সুতরাং, কেস স্টাডির টাইটেল এমনভাবে লেখা উচিত যাতে রিক্রুটার ও হায়ারিং ম্যানেজারের আগ্রহ তৈরি হয় এবং তারা কেস স্টাডি পড়তে উদ্বুদ্ধ হন।

গত বছর এক টার্কিশ সিনিয়র ডিজাইনার নিজে থেকে লিংকডইনে নক দিয়ে আমাকে একটি মেন্টরশিপ সেশনের সুযোগ দিয়েছিলেন। তখন আমি জব খোঁজার প্রস্তুতি নিচ্ছিলাম, তাই এই সুযোগে তাকে দিয়ে আমার পোর্টফোলিও এবং রেজুমি রিভিউ করিয়ে নেই।

সেশন থেকে অনেক কিছু শিখেছিলাম, তার মধ্যে অন্যতম কেস স্টাডির টাইটেল কীভাবে লেখা উচিত তা নিয়ে তার পরামর্শ।

ইম্প্যাক্ট-ভিত্তিক টাইটেল কেন গুরুত্বপূর্ণ?

উনি বলেছিলেন— টাইটেলে কাজের ইম্প্যাক্ট তুলে ধরলে রিক্রুটাররা কেস স্টাডি পড়তে বেশি আগ্রহী হয়। নিচের দুইটি টাইটেল দেখুন:

  1. eXtate | Real Estate App Design

  2. Increasing 15% Conversion & 80% User Satisfaction for eXtate

কোনটি আপনার দৃষ্টি আকর্ষণ করছে? কোনটাতে ক্লিক করার সম্ভাবনা বেশি?

গবেষণাতেও দেখা গেছে, নাম্বার বা পরিসংখ্যান-যুক্ত শিরোনাম বেশি কার্যকরী। কারণ, এগুলো রিক্রুটারের মস্তিষ্কে একটি স্পষ্ট ইমেজ তৈরি করে এবং “এই ডিজাইনার আসলেই কোনো বাস্তব সমস্যার সমাধান করেছেন”—এই ধারণা দেয়।


কোন ধরণের হেডলাইন বা শিরোনাম সবচেয়ে কার্যকর? The Most Effective Headline (With Examples) | By Neil Patel | NP Digital


একজন ডিজাইন রিক্রুটার বা হায়ারিং ম্যানেজার যখন পোর্টফোলিও দেখেন, তখন তিনি দেখতে চান —

  • এই ডিজাইনার কী ধরনের সমস্যা সমাধান করেছেন?
  • তার সমাধানের প্রভাব (Impact) কী ছিল?
  • এই ডিজাইনার ব্যাবসায়ের লক্ষ্য (Business Goals) বুঝতে পারেন কি না?


যদি আপনার কেস স্টাডির টাইটেল থেকে সরাসরি ইম্প্যাক্ট বোঝা যায়, তাহলে রিক্রুটার কেস স্টাডি পড়তে আগ্রহী হবেন। কিন্তু শুধুমাত্র প্রোজেক্টের নাম লিখলে সেটি আকর্ষণ সৃষ্টি করবে না


কিন্তু আমাদের কাছে ইম্প্যাক্ট নাম্বার থাকে না, তাহলে কী করবো?

এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ! বেশিরভাগ ডিজাইনারই কাজের ইম্প্যাক্ট এনালাইসিস করেন না, ফলে তাদের কাছে সুনির্দিষ্ট নাম্বার থাকে না। কিন্তু নাম্বার ছাড়া কীভাবে ইম্প্যাক্ট দেখানো সম্ভব?

প্রথমে বোঝা দরকার জেনারেল ইম্প্যাক্ট vs. ডিজাইন ইম্প্যাক্ট:

জেনারেল ইম্প্যাক্ট:

পুরো প্রজেক্টের ইম্প্যাক্ট, যেখানে সব স্টেকহোল্ডারের অবদান থাকে। যেমন:

একটি ম্যানুয়াল প্রসেস ডিজিটাল টুলে রূপান্তর করে ১০ জনের কাজ ১ জন করতে পারছে। ফলে কোম্পানির ৯০% সময় ও টাকা সাশ্রয় হচ্ছে।


যেভাবে ইউএক্স ডিজাইন কেইস স্টাডি লিখবেন | খালিদ হাসান জীবন এর ভাবনা | ব্লগ | How To Write Better Case Studies | Khalid Hasan Zibon | Blog


ডিজাইন ইম্প্যাক্ট:

কেবলমাত্র আপনার ডিজাইন সিদ্ধান্তের ফলে হওয়া ইম্প্যাক্ট। যেমন:

আগে সাইন আপ রেট ছিল ১৫% (১০০ জনের মধ্যে ১৫ জন সাইন আপ করতো)। আপনি নতুন ডিজাইন করার পর সাইন আপ রেট বেড়ে হলো ৩০%— অর্থাৎ ১০০% (2x) বৃদ্ধি!

তবে, এটি দাবি করতে হলে যথেষ্ট ডেটা ও স্বচ্ছ প্রসেস থাকতে হবে


যদি ডিজাইন ইম্প্যাক্ট না থাকে?

যদি সরাসরি ডিজাইন ইম্প্যাক্ট দেখানোর মতো কিছু না থাকে, তাহলে জেনারেল ইম্প্যাক্ট ব্যবহার করুন

এখন প্রশ্ন আসতে পারে—

আমার কাছে তো জেনারেল ইম্প্যাক্ট দেখানোর মতো নাম্বারও নেই! তাহলে কী করবো? 🤐

পরের পোস্টে লিখবো কীভাবে একটু কৌশলে ইম্প্যাক্ট বের করা সম্ভব! 😃 চোখ রাখুন!

সমাপ্ত

লেখাটি ভালো লেগেছে?
অন্য কেউ জানলে উপকৃত হবে বলে মনে করেন? তাহলে শেয়ার করুন অন্যদের সাথে! 😊

এমন অনেক প্রশ্ন আছে, যেগুলোর উত্তর খুঁজতে গিয়েই আমার ভাবনার জগৎ তৈরি হয়েছে। সমাজ, রাজনীতি, মনোবিজ্ঞান, ইতিহাস — এসব বিষয়ে জানার কৌতূহলই আমাকে চিন্তা করতে শিখিয়েছে।

আমি খালিদ হাসান জীবন। পেশায় প্রোডাক্ট ডিজাইনার, কিন্তু আগ্রহের ক্ষেত্র তার চেয়েও অনেক বিস্তৃত। সমাজবিজ্ঞানে পড়াশোনা করলেও, আমার শেখার ক্ষুধা কখনো কোনো নির্দিষ্ট বিষয়ের গণ্ডিতে আটকে থাকেনি। ডিজাইন থেকে দর্শন, প্রযুক্তি থেকে তত্ত্ব, সবকিছু নিয়েই ভাবতে ভালোবাসি।

আমি লিখি, যখন মনে হয় কোনো ভাবনা শুধু আমার মধ্যে আটকে না রেখে অন্যদের সাথেও ভাগ করা দরকার। যদি আমার লেখা কাউকে নতুন করে ভাবতে শেখায়, প্রশ্ন তুলতে উদ্বুদ্ধ করে, কিংবা কোনো পুরোনো ধারণাকে একটু নাড়িয়ে দেয় — তাহলেই মনে হবে, লেখা সার্থক হয়েছে।

এমন অনেক প্রশ্ন আছে, যেগুলোর উত্তর খুঁজতে গিয়েই আমার ভাবনার জগৎ তৈরি হয়েছে। সমাজ, রাজনীতি, মনোবিজ্ঞান, ইতিহাস — এসব বিষয়ে জানার কৌতূহলই আমাকে চিন্তা করতে শিখিয়েছে।

আমি খালিদ হাসান জীবন। পেশায় প্রোডাক্ট ডিজাইনার, কিন্তু আগ্রহের ক্ষেত্র তার চেয়েও অনেক বিস্তৃত। সমাজবিজ্ঞানে পড়াশোনা করলেও, আমার শেখার ক্ষুধা কখনো কোনো নির্দিষ্ট বিষয়ের গণ্ডিতে আটকে থাকেনি। ডিজাইন থেকে দর্শন, প্রযুক্তি থেকে তত্ত্ব, সবকিছু নিয়েই ভাবতে ভালোবাসি।

আমি লিখি, যখন মনে হয় কোনো ভাবনা শুধু আমার মধ্যে আটকে না রেখে অন্যদের সাথেও ভাগ করা দরকার। যদি আমার লেখা কাউকে নতুন করে ভাবতে শেখায়, প্রশ্ন তুলতে উদ্বুদ্ধ করে, কিংবা কোনো পুরোনো ধারণাকে একটু নাড়িয়ে দেয় — তাহলেই মনে হবে, লেখা সার্থক হয়েছে।

এমন অনেক প্রশ্ন আছে, যেগুলোর উত্তর খুঁজতে গিয়েই আমার ভাবনার জগৎ তৈরি হয়েছে। সমাজ, রাজনীতি, মনোবিজ্ঞান, ইতিহাস — এসব বিষয়ে জানার কৌতূহলই আমাকে চিন্তা করতে শিখিয়েছে।

আমি খালিদ হাসান জীবন। পেশায় প্রোডাক্ট ডিজাইনার, কিন্তু আগ্রহের ক্ষেত্র তার চেয়েও অনেক বিস্তৃত। সমাজবিজ্ঞানে পড়াশোনা করলেও, আমার শেখার ক্ষুধা কখনো কোনো নির্দিষ্ট বিষয়ের গণ্ডিতে আটকে থাকেনি। ডিজাইন থেকে দর্শন, প্রযুক্তি থেকে তত্ত্ব, সবকিছু নিয়েই ভাবতে ভালোবাসি।

আমি লিখি, যখন মনে হয় কোনো ভাবনা শুধু আমার মধ্যে আটকে না রেখে অন্যদের সাথেও ভাগ করা দরকার। যদি আমার লেখা কাউকে নতুন করে ভাবতে শেখায়, প্রশ্ন তুলতে উদ্বুদ্ধ করে, কিংবা কোনো পুরোনো ধারণাকে একটু নাড়িয়ে দেয় — তাহলেই মনে হবে, লেখা সার্থক হয়েছে।

ডিজাইন

নিয়ে আরও লেখা

Writing Better Case Studies | Khalid Hasan Zibon's Blog

ডিজাইন

২৯ অক্টো, ২০২৪

যেভাবে একজন ডেটা ইনফর্মড এবং রিসার্চ ফোকাসড প্রোডাক্ট ডিজাইনার হয়ে উঠবেন

প্রোডাক্ট বনাম এজেন্সি: ডেটা ইনফর্মড প্রোডাক্ট ডিজাইনারদের ক্যারিয়ার শুরু করার গাইড – কোন পথ আপনার জন্য?

Writing Better Case Studies | Khalid Hasan Zibon's Blog

ডিজাইন

২৯ অক্টো, ২০২৪

যেভাবে একজন ডেটা ইনফর্মড এবং রিসার্চ ফোকাসড প্রোডাক্ট ডিজাইনার হয়ে উঠবেন

প্রোডাক্ট বনাম এজেন্সি: ডেটা ইনফর্মড প্রোডাক্ট ডিজাইনারদের ক্যারিয়ার শুরু করার গাইড – কোন পথ আপনার জন্য?

Writing Better Case Studies | Khalid Hasan Zibon's Blog

ডিজাইন

২৯ অক্টো, ২০২৪

যেভাবে একজন ডেটা ইনফর্মড এবং রিসার্চ ফোকাসড প্রোডাক্ট ডিজাইনার হয়ে উঠবেন

প্রোডাক্ট বনাম এজেন্সি: ডেটা ইনফর্মড প্রোডাক্ট ডিজাইনারদের ক্যারিয়ার শুরু করার গাইড – কোন পথ আপনার জন্য?